BRAKING NEWS

‘কংগ্রেস এবং আকাল’ জমজ ভাই রাজস্থানে কংগ্রেসকে নিশানা করে মন্তব্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : ‘কংগ্রেস ও আকাল’ দু’টিই সমার্থক শব্দ এবং তারা জমজ ভাই বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | মঙ্গলবার রাজস্থানে একটি তেল সংশোধনাগারের উদ্বোধন করেতে গিয়ে তিনি কংগ্রেসকে আক্রমন করে বলেন ‘কংগ্রেস এবং আকাল হল জমজ ভাই’| এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান|

এদিন, মোদী তাদের উপস্থিতিতে কংগ্রেসকে নিশানা করে একহাত নেন| তিনি বলেন, দেশে ঘুরে ঘুরে শিলান্যাশ করলেই উন্নয়ন হয়ে যায় না| কাজ করেও দেখাতে হয়| এদিন মোদী রাজস্থানের বারমের জেলায় এসে দেশের অত্যাধুনিক একটি তেল সংশোধনাগারের উদ্বোধন করেন| আর কংগ্রেসকে নিশানা করার জন্য তিনি এই অনুষ্ঠান মঞ্চকে বেছে নেন| তিনি এদিন বলেন, কংগ্রেস যেখানে যায় আকালও তাদের সঙ্গে সেখানে যায়| তিনি বলেন, নিজেদের লক্ষ পূরণের জন্য কাজে মনোসংযোগ করা দরকার|

এদিন ‘একপদ এক পেনশন’-এর ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, ‘তিন মূর্তি হাইফা চৌক’ জায়গাটি মেজর দলপত সিং শেখয়াতের স্মরণে করা হয়েছিল| ‘একপদ এক পেনশনের ব্যাপারে এর আগেও করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল| নির্বাচনের আগে এর জন্য অনেক প্রচার করা হয়েছিল| কিন্তু কাজের কাজ কিছু হয়নি| এটাই কংগ্রেসের স্বভাব| তিনি বলেন, ‘আমি ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর রেবারিতে এসে পূর্বেকার সেনাদের কাছে ঘোষণা করেছিলাম আমরা ক্ষমতায় এলে ‘একপদ এক পেনশন চালু করব’| তিনি বলেন প্রাথমিক ভাবে বলা হয়েছিল এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বাজেট হবে| পরে হিসাব করে দেখা গিয়েছে, ‘একপদ এক পেনশন’-এর জন্য প্রায় ১২ হাজার কোটি টাকার বেশি পেনশন যোজনার জয়া লাগবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *