BRAKING NEWS

আরও বেশি মুসলিম মহিলাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত, দাবি সুব্রহ্মমনিয়াম স্বামীর

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): রাজনীতিতে মুসলিম মহিলাদের যোগদান প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সুব্রহ্মমনিয়াম স্বামী। সোমবার এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ভারত ও তার ইতিহাসকে নিজেদের বলে মনে করে সেইসব মুসলিম মহিলারা যদি রাজনীতিতে যোগ দেয় তবে আমরা খুশি হব। বিজেপি তাদের স্বাগত জানাবে।’ অন্যদিকে তিন তালাক নিয়ে ইশরত জাহানের নিরবিচ্ছিন্ন আন্দোলন কে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, ‘ইশরত জাহান একজন নির্ভীক নারী এবং আন্দোলনের বিষয়ে হিসেবে একটি গুরুত্ব ইস্যুতে তিনি বেছে নিয়েছেন। তার সাহসিকতা ভারতীয় নারীদের কাছে একটা উদাহরণ এবং আমরা তাকে বিজেপি স্বাগত জানাই।’

বর্ষীয়ান এই বিজেপি সাংসদ আরও বলেছেন, ‘মুসলিমদের বিরুদ্ধে বিজেপি কোনও দিনই যায়নি। আমরা সেই সব মুসলমানদের পক্ষে যারা মেনে নেয় যে তাদের পূর্ব পুরুষ হিন্দু ছিল। যেটি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত। কিন্তু যারা নিজেদের মহম্মদ ঘোরি এবং গজনীর মামুদের বংশধর হিসেবে পরিচয় দেয় এবং ঔরঙ্গজেবকে নিয়ে গর্ব করে আমরা তাদের বিরোধিতা করি। তাদের পাকিস্তান যাওয়া উচিত।’

উল্লেখ্য, তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ঘোষণা করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি হজে একা মহিলা যেতে পারবেন বলে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে গোটা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *