BRAKING NEWS

জম্মু-কাশ্মীরে নিখোঁজ পাঁচ ভারতীয় সেনা জওয়ানের দেহ উদ্ধার

শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.) : জম্মু-কাশ্মীরে প্রবল তুষারপাতের কবলে পড়ে নিখোঁজ পাঁচ ভারতীয় সেনা জওয়ানের দেহ উদ্ধার হল। মৃত জওয়ানদের নাম ল্যান্স নায়েক মৃগেন্দ্রনাথ প্রামাণিক, সেপাই মূর্তি এন, সেপাই শিব সিংহ ও সেপাই কৌশল সিংহ। ১২ তারিখ থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

সেনাবাহিনী সূত্রে খবর, এ মাসের ১২ তারিখ উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে তুষারধসের কবলে পড়েন তিন জওয়ান। একইদিনে নওগাম সেক্টরে একটি গভীর গিরিসঙ্কটে পড়ে যান দুই জওয়ান। তাঁদের সন্ধানে উচ্চ স্থানে যুদ্ধ করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল পাঠায় সেনাবাহিনী। অবশেষে নিখোঁজ জওয়ানদের দেহ মিলল। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, মঙ্গলবার থেকে নিখোঁজ জওয়ানদের সন্ধানে তল্লাশি শুরু হয়। বুধবার পর্যন্ত চলে তল্লাশি। বান্দিপোরা জেলায় লাইন অফ কন্ট্রোলের গুরেজ সেক্টর থেকে দু’জনের দেহ উদ্ধার হয়। একজনের দেহ উদ্ধার হয় কুপওয়ারার নওগাম সেক্টর থেকে। কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলগুলিতে তুষারধস ও তুষারঝড় নতুন কোনও ঘটনা নয়। বিশেষ করে শীতকালে যখন তুষারপাত হয়, তখন প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *