BRAKING NEWS

গুজরাটের শিক্ষাব্যবস্থা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন রাহুল গান্ধী

আমেদাবাদ, ২ ডিসেম্বর (হি.স.) গুজরাট নির্বাচনী প্রচারে এক নতুন ধরণে নির্বাচনী প্রচার কৌশল নিয়েছিল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। সেই কৌশল মতো প্রতিদিন একটি করে প্রশ্ন তিনি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই মতো শনিবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে গুজরাটের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিলেন রাহুল। এক পোস্টের মাধ্যমে রাহুল প্রশ্ন করেন, ‘কেন শিক্ষাখাতে বরাদ্দের নিরিখে গোটা দেশে ২৬ তম স্থানে রয়েছে গুজরাট?’ কংগ্রেস সহ-সভাপতি জানতে চান কি দোষ গুজরাটের মানুষে করেছে যে তাদের এইভাবে বঞ্চিত করা হচ্ছে? উল্লেখ্য এর আগে গুজরাটের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। রাজ্যে শিক্ষাখাতে বেড়ে চলা বাণিজ্যিরণ, পড়ুয়াদের ফি বৃদ্ধি প্রতিবাদে বরাবরই সরব হয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহ-সভাপতি মতে এইভাবে চলতে থাকলে প্রধানমন্ত্রীর নতুন ভারতের নির্মাণ অসম্পূর্ণ থাকবে। এর আগের প্রশ্নগুলিতে রাহুল জানতে চেয়েছিলেন বেসরকারী সংস্থার জন্য কেন জনগণে টাকায় বিদ্যুৎ কেনা হচ্ছে। রাহুলের দাবি বিজেপি বলেছিল পাঁচ বছরে ৫০ লক্ষ আবাসন গৃহহীনদের তৈরি করা হবে। কিন্তু গত পাঁচ বছরে মাত্র ৪.৭২ লক্ষ আবাসন গৃহহীন জন্য হয়েছে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ‘বাইশ সালও কি হিসাব, গুজরাট মাঙ্গে জবাব’ স্লোগান দিয়ে এইরকম একাধিক প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করবে রাহুল গান্ধী। আগামী ৯ এবং ১৪ ডিসেম্বর দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে গুজরাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *