BRAKING NEWS

সেন্ট্রাল কাশ্মীরে এনকাউন্টারে খতম ৩ সন্ত্রাসবাদী, আহত এক জন নিরাপত্তা রক্ষী

শ্রীনগর, ৩০ নভেম্বর (হি.স.): সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল ৩ জঙ্গি| নিহত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে বৃহস্পতিবার সকাল থেকেই তপ্ত হয় সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলার পাখেরপোরা এলাকা| দীর্ঘক্ষণ ধরে চলা গুলির লড়াই খতম হয়েছে ৩ জঙ্গি| এছাড়াও জঙ্গি দমন অভিযানে আহত হয়েছেন এক জন নিরাপত্তা রক্ষী|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে, বদগাম জেলার পাখেরপোরা এলাকার ফুতলিপোরায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পাখেরপোরা এলাকার ফুতলিপোরায় তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিফ), স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ|
ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দিয়েছে| শেষ খবর পাওয়া পর্যন্ত, এনকাউন্টারে খতম হয়েছে ৩ জঙ্গি| পুলিশ সূত্রের খবর, জঙ্গি দমন অভিযানে আহত হয়েছেন এক জন নিরাপত্তা রক্ষী| এছাড়াও আহত হয়েছেন দু’জন সাধারণ নাগরিক| অভিযোগ, জঙ্গি দমন অভিযান ভেস্তে দেওয়ার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *