BRAKING NEWS

লস্কর-ই-তৈবার সবচেয়ে বড় সমর্থক আমি, খোলাখুলি স্বীকারোক্তি পারভেজ মুশারফের

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): খোলাখুলি স্বীকারোক্তি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের| তাও আবার জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-তৈবা’ সম্পর্কে| খোলাখুলি পারভেজ মুশারফ জানালেন, ‘আমি লস্কর-ই-তৈবার সবচেয়ে বড় সমর্থক| লস্কর-ই-তৈবাও আমাকে খুব পছন্দ করে| জামাত-উদ-দাওয়া (জেইউডি)-ও আমাকে পছন্দ করে|’ নিজেকে লস্কর-ই-তৈবার বড় সমর্থক দাবি করার পাশাপাশি মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদের ভূয়শী প্রশংসা করেছেন মুশারফ| তাঁর মতে, ‘কাশ্মীরের আন্দোলনে সঈদ জড়িত| আমিও ওই আন্দোলনকে সমর্থণ করি|’
জাতিসঙ্ঘের সন্ত্রাসবাদী তালিকায় নাম রয়েছে লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ-এর| আমেরিকা সঈদের মাথার দাম ঘোষণা করেছে এক কোটি মার্কিন ডলার| কিন্তু, পারভেজ মুশারফের বক্তব্য, ‘হাফিজ সঈদের জামাত-উদ-দাওয়া হল লস্করের দাতব্য শাখা|’ জম্মু ও কাশ্মীর ইসু্যতে মুশারফ বলেছেন, ‘আমি সর্বদাই কাশ্মীরের আন্দোলনের পক্ষে| কাশ্মীরে ভারতীয় সেনা ও লস্কর-ই-তৈবা দুটিই সবচেয়ে বড় প্রতিদ্বন্দী| মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ভারত লস্করকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে|’ উল্লেখ্য, হাফিজ সঈদ গৃহবন্দী দশা থেকে মুক্তি পাওয়ার পরদিনই এমন মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *