BRAKING NEWS

লুধিয়ানায় ফ্যাক্টরিতে আগুন-বহুতল ভেঙে মৃত এক, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন ১৫-২০ জন

লুধিয়ানা, ২০ নভেম্বর (হি.স.): লুধিয়ানার মুস্তাক নগর এলাকায় প্লাস্টিক ব্যাগের ফ্যাক্টরিতে আগুন লেগে ও তিন তলা বহুতল ভেঙে পড়ায় মৃত্যু হল

অভয়নগর অনাথদের হোম আগুন৷ শুক্রবার সন্ধ্যায় তোলা নিজস্ব ছবি৷

এক জনের| বহুতল ভেঙে পড়ায় ১৫-২০ জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| তাঁদের মধ্যে বেশ কয়েকজন দমকল কর্মীও রয়েছেন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার লুধিয়ানার মুস্তাক নগর এলাকায় অবস্থিত একটি প্ল্যাস্টিক ব্যাগের ফ্যাক্টরিতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন, তখনই তিন তলা বহুতলের একাংশ ভেঙে পড়ে| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান কয়েকজন দমকল কর্মী সহ মোট ১৫-২০ জন|
লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জীতেন্দ্র সিং জানিয়েছেন, ‘ধ্বংসস্তূপ থেকে অজ্ঞাতপরিচয় এক জন ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে| যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকার্য|’ কীভাবে আগুন লাগল এবং বহুতলটি ভেঙে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে| এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *