BRAKING NEWS

পুঞ্চে পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ, যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত

জম্মু, ১৫ নভেম্বর (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| বুধবার সকাল ৮.১৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকাল ৮.১৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনবাহিনী| ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালায় শত্রুপক্ষকে| পাকিস্তানি সেনবাহিনীকে সমুচিত জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ সাম্বা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি রেঞ্জার্স| ওই ঘটনায় শহিদ হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান তপন মণ্ডল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *