BRAKING NEWS

এনআইএ-র নয়া ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন যোগেশ চান্দের মোদী

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র নয়া ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন ১৯৮৪ ব্যাচ অসম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার যোগেশ চান্দের মোদী| সদ্য প্রাক্তন শরদ কুমারের স্থালাভিষিক্ত হলেন ওয়াই সি মোদী| শরদ কুমারের মেয়াদে বেশ কয়েকটি হাই-প্রোফাইল ঘটনার তদন্ত করেছে এনআইএ| যেমন- বুদ্ধগয়া মন্দির বিস্ফোরণ, নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকাকালীন পাটনায় বিস্ফোরণ, পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা, আইসিস যোগ এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসে অর্থ যোগানোর মামলা|
সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ অফিসার হিসেবে বিশেষ দায়িত্ব নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-য় যোগদান করেন যোগেশ চান্দের মোদী| ২০০২ থেকে ২০১০ এবং ২০১৫ থেকে ২০১৭, দু’টি স্টিন্টে প্রায় ১০ বছর সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (সিবিআই)-এ কর্মরত ছিলেন ওয়াই সি মোদী| এখানেই শেষ নয়, ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত মন্ত্রীপরিষদ সচিবালয়ে কাজ করেছেন যোগেশ চান্দের মোদী| জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-য় যোগদানের আগে নয়াদিল্লিতে সিবিআই অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন যোগেশ চান্দের মোদী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *