BRAKING NEWS

শ্রীনগরে জঙ্গি হামলার ছক বানচাল, খতম তিন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ৩ অক্টোবর (হি.স.): শ্রীনগরে ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী| মঙ্গলবার ভোরে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে গোগো হুমহুমা এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ছাউনিতে অতর্কিতে হামলা চালায়পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা| যদিও সন্ত্রাসবাদীদের সেই চেষ্টা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন জঙ্গি| তবে দুঃসংবাদ হল, জঙ্গি হামলার ঘটনায় শহিদ হয়েছেন এক জন বিএসএফ জওয়ান এবং আহত হয়েছেন আরও দু’জন| ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোর তখন ৪টে হবে| শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে গোগো হুমহুমা এলাকায় বায়ুসেনা স্টেশনের ভিতরে ১৮২ নম্বর ব্যাটেলিয়নের ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা| সন্ত্রাসবাদী দলে ৪-৫ জন জঙ্গি ছিল| ছাউনির মধ্যেই একটি বাড়িতে আশ্রয় নিয়ে সেনা জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| এরপরই গোটা বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| শুরু হয় তীব্র গুলির লড়াই| দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে তিন সন্ত্রাসবাদী| শহিদ হয়েছেন এক জন বিএসএফ জওয়ান এবং আহত হয়েছেন আরও দু’জন জওয়ান|
ভয়াবহ জঙ্গি হামলার পরই বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দর| বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরে যাওয়ার সমস্ত রাস্তা| বাতিল করা হয়েছে ভোরের সবক’টি উড়ান| পরিস্থিতি পর্যালোচনার জন্য মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিট নাগাদ উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা বিভাগের কর্তারা| উল্লেখ্য, বছর ১৭ আগে ২০০০ সালে শ্রীনগর বিমানবন্দরে হামলার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা| যদিও ভারতীয় সেনাবাহিনীর তত্পরতায় জঙ্গিদের সেই চেষ্টা বানচাল হয়ে যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *