BRAKING NEWS

মজুরী না পেয়ে গন্ডাছড়া হাসপাতালে তালা ঝুলিয়ে দিলেন অস্থায়ী কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ শ্রমিক দরদী সর্বহারা পার্টির শাসনে পূজোর সময় ক্যাজুয়েল কর্মীরা হাসপাতালে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়৷ ঘটনাটি ঘটেছে অভিযোগ, সকালে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে৷ সাফাই কাজে কর্মরত শ্রমিকরা ৭৫ দিনের বকেয়া টাকা বঞ্চিত৷ গন্ডাছড়া হাসপাতাল কর্তৃপক্ষ পূজোতে মিটিয়ে দিতে উচ্চ পর্যায়ের আশ্বাস লঙ্ঘিত হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেছেন কর্মরত অস্থায়ী কর্মীরা৷ চারিদিকে সবাই আনন্দ করছে, নতুন জামাকাপড় ক্রয় করলেও কাজের টাকা নিয়ে কেন হয়রানি প্রশ্ণ তোলেছেন আন্দোলনকারীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া মহকুমা শাসক সহ পুলিশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল৷ দীর্ঘ সময় আন্দোলন করলেও টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে ক্ষুব্ধ কর্মীরা তালামুক্ত করেছেন হাসপাতালের রেগুলার কর্মীদের৷ তাদের অভিযোগ, নূন্যতম মজুরী বকেয়া রাখার জন্য হাসপাতাল কর্তাদের চরম গাফিলতি হয়েছে৷ পূজোর সময় কাজ করে টাকার জন্য বিক্ষোভ করতে হয় হাসপাতালের অস্থায়ী কর্মীদের৷ এই ঘটনা ভূ-ভারতে নজিরবিহীন বলে দাবী সংশ্লিষ্ট মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *