BRAKING NEWS

উত্তর প্রদেশের মুম্বইগামী ট্রেন থেকে তিন নাবালককে উদ্ধার করল আরপিএফ

লখনউ, ৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কাসগঞ্জ স্টেশনে শনিবার ভোরবেলায় মুম্বইগামী একটি ট্রেন থেকে তিনজন নাবালক শিশুকে উদ্ধার করল আরপিএফ। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ঐ তিন নাবালককে লখনউ থেকে মুম্বই যাবে বলে ঐ ট্রেনে উঠেছিল। জেরায় ওই তিন নাবালক জানিয়েছে যে তারা মুম্বই শহর দেখার জন্য বাড়ি থেকে পালিয়ে ঐ ট্রেনে উঠেছিল। ওই তিন নাবালকদের বাবা মায়েরা ভেবেছিলেন যে তাদের সন্তানদের কেউ অপহরণ করে নিয়ে গেছে। সেই ভয়ে তারা লখনউয়ের মারিদায়ব থানায় অভিযোগ দায়ের করেছিল।
শুক্রবার দুপুরবেলায় লখনউয়ের বাল নিকুঞ্জ স্কুলে পড়া ওই তিনি কিশোর সন্দেহজনক অবস্থান ফেরার হয়ে যায়। এই খবর পাওয়া মাত্র ওই তিন নাবালাকের বাবা মায়েরা স্থানীয় থানায় অপহরণের মামলা রজু করেন এবং পুলিশের উপর চাপ দিতে থাকেন তাদের সন্তানদের উদ্ধার করার জন্য। এরপর শুক্রবার গভীর রাতে রাজ্যে উচ্চ পদস্থ আধিকারিকদের ফোন ওই থানায় আসার পরে স্থানীয় থানার পুলিশ নড়েচড়ে বসে এবং ওই তিন নাবালককে উদ্ধারের জন্য সচেষ্ট হতে শুরু করে। তারা স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের জিঞ্জাসাবাদ করে এমনকি ওই তিন নাবালকদের বন্ধুদেরও জিঞ্জাসাবাদ করে। শনিবার ভোর তিনটের সময় আরপিএফ এক সাব ইন্সপেক্টর স্থানীয় মারিদায়ব থানাকে জানায় যে কাসগঞ্জ রেল স্টেশনে মুম্বইগামী একটি ট্রেন থেকে তিন নাবালককে উদ্ধার করেছে আরপিএফ। পরে রেল পুলিশের তরফ থেকে ওই নাবালকদের নিজেদের হেফাজতে নেয় স্থানীয় থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে ছবি দেখে ওই তিনি নাবালকদের মুখ মিলিয়ে নিয়েই পুলিশ নিশ্চিত হয় যে এরাই সেই নিখোঁজ হওয়া নাবালক। পরে তাদের বাবা মায়ের হাতে তুলে দেয়।পুলিশ সূত্রে জানা গেছে ওই তিন নাবালকের নাম অখিলেশ, হর্ষ বাজপেয়ী ও গৌরব সিং ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *