BRAKING NEWS

রাজনৈতিক ব্যক্তিত্বদের অবিশ্বাস্য হারে সম্পত্তি বৃদ্ধি, কেন্দ্রের কাছে রির্পোট চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৭ সেপ্ঢেম্বর(হিঃ সঃ)৷৷ বিধায়ক ও সাংসদ থাকাকালীন রাজনৈতিক নেতানেত্রীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবিশ্বাস্য হারে বৃদ্ধি হওয়ার ব্যাপারে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি চাইল৷ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন যে এই বিষয়ে কেন্দ্র কি পদক্ষেপ নিয়েছে৷ এসোসিয়েট ফর ডেমোক্রেটিক রিফ্রম এক রিপোর্টে জানা গেছে যে ২৮৯ জন রাজনৈতিক আইনপ্রণেতাদের অবিশ্বাস্য হারে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বৃদ্ধি এবং অজ্ঞত উৎস থেকে অর্থ আসার জন্য তাদের উপর নজর রাখা হয়েছে বলে সূত্র থেকে জানা গেছে৷ এর মধ্যে কয়েকজন বেশ নাম করা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে৷ সুপ্রিম কোর্টের জাস্টিস জে চেলামেশ্বর ও জাস্টিস এস আব্দুল নাজির ডিভিশন বেঞ্চ শুনানি চলাকালীন জানায় এ বিষয়ে পুঙ্খনুপুঙ্খ তদন্ত হওয়া দরকার যে এই ওইসব রাজনৈতিক ব্যক্তিত্বদের আয়ের উৎস কোথা থেকে এসেছে৷ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে এইে বিষয়ে এক সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট দায়ের করতে হবে৷ আদালতের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে গড়িমসির করার কারণে ভৎসনা করা হয়৷ এসোসিয়েট ফর ডেমোক্রেটিক রিফ্রমের তথ্য থেকে জানা যাচ্ছে যে ২০১৬ সালের আর্থিকবর্ষে কংগ্রেস এবং বিজেপি নেতাদের পেশ করা আয়ের যে হিসাব দেখানো হয়েছে তার মধ্যে ৭৭ শতাংশ নেতানেত্রীদের আয়ের উৎস অজানা৷ ওই দুই দলের সর্বভারতীয় নেতানেত্রীদের সম্পদের এক চতুর্থাংশ অব্যায়িত রয়েছে৷ বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে ৮৩২.৪২ কোটি টাকা ২০১৫-১৬ সালে আয় হিসেবে ঘোষণা করেছে৷ এসোসিয়েট ফর ডেমোক্রেটিক রিফ্রমের রির্পোটের অনুযায়ী তার মধ্যে৬৪৭ কোটি টাকা অর্থাৎ ৭৭ শতাংশ আয়ের উৎস অজানা৷ রাজনৈতিক দলগুলোর অজানা আয় ব্যাখ্যা হিসেবে জানানো হয়েছে যে আয়কর দফতরের ঘোষিত নীতি অনুযায়ী ২০০০০ টাকার নিচে কোন অনুদান এলে অনুদান কারীর হিসাব রাখে না৷ এই টাকাগুলো আসে কুপন বিক্রি করে, ত্রাণ তহবিলে ও অন্যন্য বিবিধ দিক থেকে৷ ওই রিপোর্ট থেকে জানা গেছে যেে অজানা উৎসতে কারা টাকা দিচ্ছে সেটা জনসাধারণের সামনে আনতে নারাজ দুই রাজনৈতিক দলই৷ নির্বাচন কমিশনের কাছে বিজেপির ঘোষিত আয় ৪৫৯.৫৬ কোটি টাকা৷ যেখানে স্বেচ্ছাকৃত অনুদান ৪৫৯৫৬ কোটি টাকা ও বিবিধ দিক থেকে আয় ১২ কোটি টাকা আয় করেছে বিজেপি৷ দেশের প্রধান বিরোধীদল কংগ্রেস ঘোষনা করেছে ১৬৮০ কোটি টাকা তারা স্বেচ্ছাকৃত অনুদান থেকে পেয়েছে ও বিবিধ আয় থেকে ১.২ কোটি টাকা এসেছে৷ এছাড়াও ১৬৭ কোটি টাকা কুপন বিক্রি করে পেয়েছে৷ বিজেপি থেকে ঘোষনা করা হয়েছে যে তাদের ২০১৫-১৬ সালে বিজেপির ৫৭০৮৬ কোটি টাকা আয় করেছে৷ তার মধ্যে ২৩.১৩ শতাংশ ও অর্থাৎ ১৩২.০৬ কোটি টাকাে খরচ করেনি বিজেপি৷ কংগ্রেস জানিয়েছে তাদের ২০১৫-১৬ সালে ২৬১৫৬ কোটি টাকা আয় করেছে তার মধ্যে ২৬.১১ শতাংশ অর্থাৎ ৬৮.৩০ কোটি টাকা তারা খরচ করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *