BRAKING NEWS

জলে ডুবে শিশুকন্যার মৃত্যু গন্ডাছড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুকন্যার৷ তার নাম জীবনদিতা চাকামা৷ ঘটনাটি ঘটেছে গন্ডাছড়া মহকুমার হরিপুর এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, মা বাবা দিনমজুরীর কাজে নিযুক্ত ছিলেন৷ বাড়িতে ফিরে এসে শিশুকন্যাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজখঁুজি করেন৷ দেখতে পান পার্শ্ববর্তী এলাকায় একটি বালির স্তুপে শিশুকন্যা পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷ এলাকাবাসীর অভিযোগ ওই শিশুকন্যাটি অবৈধ ভাবে বালি তোলার মেশিনের পাইপের ভিতর দিয়ে চলে যায়৷ এই বিষয়ে গন্ডাছড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷ কিন্তু, ঐ শিশুর মৃত্যু নিয়ে রয়েছে নানা প্রশ্ণ৷ জলে ডুবে মৃত্যু হলে শিশুর মৃতদেহ বালির স্তুপে আসল কিভাবে, আবার যদি মেশিনের পাইপে ঢুকে মৃত্যু হয় তাহলেও কিভাবে মৃতদেহ বালির স্তুপে পৌঁছল৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ এখন দেখার প্রকৃত ঘটনার উন্মোচন হয় কি না৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ অবৈধ বালি ব্যপারির বিরুদ্ধে ব্যবস্থা চাইছে জনগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *