BRAKING NEWS

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য মুম্বই বিস্ফোরণের চক্রী মুস্তাফা দোসা-র

মুম্বই, ২৮ জুন (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য হল ১৯৯৩ মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম চক্রী মুস্তাফা দোসা-র| ৱুকে ব্যথার কারণে ৱুধবার ভোররাত ৩টে নাগাদ মুম্বইয়ের জে জে হাসপাতালের জেল ওয়ার্ডে ভর্তি করা হয় মুস্তাফা দোসাকে| দুপুর ২.৩০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃতু্য হয়েছে বলে জানিয়েছেন জে জে হাসপাতালের ডিন| হাসপাতাল সূত্রের খবর, উচ্চ রক্তাচাপ এবং ডায়াবেটিসের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল দোসাকে|
উল্লেখ্য, ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের নেপথ্যে মাস্টারমাইন্ড ছিল দোসা সহ আরও চার জন| চলতি মাসের ১৬ তারিখ ভয়াবহ মুম্বই বিস্ফোরণ (১৯৯৩) মামলায় আৱু সালেম, মুস্তফা দোসা, ফিরোজ খান, তাহির মার্চেন্ট, রিয়াদ সিদ্দিকি আর করিমুল্লা শেখকে দোষী সাব্যস্ত করে মুম্বই-এর বিশেষ টাডা (টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট) আদালত| তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সন্ত্রাসমূলক কার‌্যকলাপ এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে| সিবিআই-এর স্পেশাল প্রসিকিউটর দীপক সালভি মঙ্গলবার আদালতে দাবি করেন, দোসার ভূমিকা ইয়াকুব মেমনের থেকেও ভয়ঙ্কর ছিল| দোসাই ছিল প্রধান চক্রী|
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই| কেঁপে উঠেছিল বম্বে স্টক এক্সচেঞ্জ, কাঠাবাজার, সেনাভবন লাগোয়া লাকি পেট্রোল পাম্প, পাসপোর্ট অফিসের বিপরীত স্থান, মহিম কজওয়ের ফিশারম্যান কলোনি, এয়ার ইন্ডিয়া ভবনের বেসমেন্ট প্রভৃতি জায়গা| বিস্ফোরণে মৃতু্য হয়েছিল ২৫৭ জনের| আহত হয়েছিলেন ৭১৩ জন| ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অগুণিত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *