BRAKING NEWS

ডাচদের পাঁচ বছর মেয়াদি বিজনেস ও টু্যরিস্টভিসা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার

আমস্টারডাম, ২৮ জুন (হি.স.) : ত্রিদেশী বিদেশ সফরে সর্বশেষ নেদারল্যান্ড হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তার আগে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী| সেখানে তিনি বলেন, ডাচ নাগরিকদের পাঁচ বছর মেয়াদি বিজনেস ও টু্যরিস্ট ভিসা দেওয়ার কথা ভাবছে তাঁর সরকার|
ব্রিটেনের পর নেদারল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা সবচেয়ে বেশি| তাঁদের সামনে সরকারি নানা প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী| এক ঘণ্টার ভাষণে মোদী বলেন, সাধারণ মানুষের অংশগ্রহণেই দেশের উন্নয়ন সম্ভব| সরকারের একার পক্ষে সবটা করা সম্ভব নয়| মহিলাদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের কথা বারবার উল্লেখ করেন প্রধানমন্ত্রী|
বায়ুকলের দেশ নেদারল্যান্ডসে তিনি জানান, তাঁর সরকার ১৭৫ গিগা ওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার‌্য করেছে| নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও দেখা করেন মোদী| মিসাইল টেকনলজি কন্ট্রোল রেজিমে ভারতকে সদস্য পদ পেতে সাহায্য করায় ডাচ প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *