BRAKING NEWS

ভোররাতে শক্তিশালী ভূকম্পন পাকিস্তানে, কম্পাঙ্ক ৫.৫

লাহোর, ২৬ জুন (হি.স.): পবিত্র ঈদের দিনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের বিভিন্ন শহর| রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৫| জোরালো ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে ভূকম্পন টের পাওয়া মাত্রই বহু মানুষ আতঙ্কে-প্রাণভয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, সোমবার ভোররাত ৪.৩০ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে| ভূকম্পন টের পাওয়া যায় লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার এবং পাশ্ববর্তী পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে|
পাকিস্তানের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি)-এর তরফে জানানো হয়েছে, ৫.৫ তীব্রতার ভূকম্পনের উত্সস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালায়, ভূপৃষ্ঠের ২৫০ কিলোমিটার গভীরে| ভোররাত ভূকম্পনের টের পেয়েছেন নৌশেরা, মারদান এবং ডির অঞ্চলের মানুষজনও| তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *