চুরি যাওয়া বাইক উদ্ধার কলমচৌড়ায়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ জুন৷৷ আবারো পর পর দুটি মোটর বাইক উদ্ধারে সফলতা অর্জন করতে পেরেছে কমলচৌড়া থানা৷ ঘটনায় প্রকাশ গত ১৮ই জুন বিশ্রামগঞ্জ থানা এলাকা এবং বক্সনগরের ভেলুয়ারচর থেকে পর পর দুটি মোটর বাইক চুরির ঘটনা সংগঠিত হয়৷ পরের দিন একটি বাইক বাংলাদেশে পাচার করতে গেলে সীমান্ত এলাকার  আব্দুল জববারের বাড়ি থেকে বিশ্রামগঞ্জ এলাকার বাইকটিকে উদ্ধার করতে সমর্থ হয় কলমচৌড়া থানা৷ কিন্তু এই ঘটনার দুই দিন পর অর্থাৎ বৃহস্পতিবার বিকাল তিনটায় রহিমপুর এলাকার কাটামুড়া এলাকা থেকে বক্সনগরে ভেলুয়ারচর এলাকার প্রাক্তন প্রধান ত্রিধির লস্করের মোটর বাইকটি উদ্ধারে সাফল্য পান ওসি কৃষ্ণধনের নেতৃত্বে কমলচৌড়া থানার পুলিশ৷