BRAKING NEWS

উত্তপ্ত পাহাড়, এই অবস্থায় মমতার বিদেশ সফরকে কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : দার্জিলিঙের বর্তমান পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা | গোর্খাল্যান্ডের দাবি নিয়ে ফের সরব হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা | মোর্চার আন্দোলন ও হিংসার জেরে জেরবার পাহাড়| অনির্দিষ্টকালীন বনধের মধ্যে পাহাড়ের জনজীবন বিপর‌্যস্ত| নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের| আহত হয়েছেন বহু পুলিশকর্মী| মোতায়েন রয়েছে সেনা| মোর্চা নেতা বিমল গুরুং হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের আন্দোলন আরও তীব্র হবে| এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করে কংগ্রেস নেতা পি এল পুনিয়া | তিনি বলেন, নেদারল্যান্ড সফরে না গিয়ে, রাজ্যে হাজির থেকে দার্জিলিঙের ব্যাপারটি সমাধান করা উচিত ছিল মমতার|
রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল নেদারল্যান্ডে রওনা হন মুখ্যমন্ত্রী| জনপরিষেবা প্রকল্পে সাফল্যের জোরে রাষ্ট্রসঙ্ঘের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ| যার জন্য নেদারল্যান্ডসের হেগ শহরে জন পরিষেবা ফোরামে আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী| ২২ জুন হেগ শহরে জন পরিষেবা দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় | এর জন্য গতকাল কলকাতা ছাড়ার আগে গোর্খা জনমুক্তি মোর্চাকে ফের শান্তিরক্ষার বার্তা দেন মুখ্যমন্ত্রী |
তবে পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা| আরেক কংগ্রেস নেতা মিম আফজল এবিষয়ে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারকেও দায়ী করেন| তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য- উভয়েরই উচিত বিষয়টিকে গুরুত্ব দেওয়া| উচিত, একযোগে একটি সিদ্ধান্তে আসা| পাহাড়ের মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *