BRAKING NEWS

রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা গ্রেফতারি পরোয়ানা জারি

রোহতক, ১৫ জুন (হি.স.) : হরিয়ানার রোহতকের আদালতে যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা গ্রেফতারি পরোয়ানা জারি হল| ভারত মাতা কি জয় না বললে মাথা কেটে নেওয়া উচিত বলে গত বছর হরিয়ানার রোহতকের একটি সভায় মন্তব্য করেছিলেন তিনি| সেই প্রেক্ষিতে এমন নির্দেশ দিয়েছেন রোহতক আদালতের অতিরিক্ত মুখ্য বিচারপতি হরিশ গোয়েল| আগামী ৩ আগস্ট মামলার পরবর্তী শুনানি|
গত বছর এপ্রিল মাসে রোহতকে সদ্ভাবনা সম্মেলনে গিয়েছিলেন রামদেব| জাঠ আন্দোলনের জেরে হরিয়ানা তখন উত্তপ্ত| সেখানে তিনি বলেন, দেশে আইন আছে তাই| না হলে যারা ভারতমাতার জয় বলতে আপত্তি করছে, তাদের মাথা কেটে নিতেন তিনি| সেই প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করেন কংগ্রেস নেতা এবং হরিয়ানার প্রাক্তন মন্ত্রী সুভাষ বাত্রা|
এই মামলার শুনানিতেই রামদেবকে একাধিকবার হাজিরা দিতে বলা হয়| গত ২ মে বিচারপতি গোয়েলই তাঁকে ডেকে পাঠান| ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন| তা সত্ত্বেও আদালতে যাননি রামদেব| এরপর জামিন যোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তোয়াক্কা করেননি| তাই এবার জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *