BRAKING NEWS

ঝড়-বৃষ্টিতে বিপর‌্যস্ত বাংলাদেশ, মৃত বেড়ে ১৩৩

ঢাকা, ১৪ জুন (হি.স.): প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে, গত দু’দিনে বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ও গাছের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন অন্তত ১৩৩ জন| মৃতদের মধ্যে চার জন সেনা জওয়ানও রয়েছেন| সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর‌্যন্ত পাহাড় ধসের ঘটনা ঘটে| মঙ্গলবার বিকেল পর‌্যন্ত ৯৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়| মঙ্গলবার সন্ধ্যার পর আরও কয়েকজনের দেহ উদ্ধার করা হয়| সবশেষে পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩|

নিহতদের মধ্যে মহিলা ও শিশু সহ রাঙ্গামাটিতে ১০১, বান্দরবানে ৬ এবং চট্টগ্রামে ২৫ জন রয়েছেন| নিখোঁজ রয়েছেন আরও অনেকে| তাই প্রশাসনের শঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| রাঙ্গামাটিতে আহত হয়েছেন অন্তত ৫০ জন| তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *