BRAKING NEWS

এবার গুজরাতে বিক্ষোভের মুখে স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রীকে চুড়ি ছুঁড়ে ধৃত যুবক

আহমেদাবাদ, ১৩ জুন (হি.স.) : এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে চুড়ি ছুঁড়ে মারলেন এক যুবক| সোমবার ঘটনাটি ঘটেছে গুজরাতের আমরেলি শহরে | যদিও চুড়িগুলি মন্ত্রীর গায়ে লাগেনি| তবে সঙ্গে সঙ্গেই পুলিশ বছর পঁচিশের ওই যুবকে আটক করেছে| বিজেপি এই ঘটনায় কংগ্রেসের হাত থাকার দাবি করেছে | যদিও কংগ্রেস ওই অভিযোগ অস্বীকার করেছে| কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি কৃষকদের ঋণ মকুবের দাবি করেছিলেন|
জানা গেছে, কেন্দ্র নরন্দ্রে মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে গুজরাতের আমরেলি শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে গতকাল বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি| সেই সময় তাঁকে লক্ষ্য করে কেতন কাসওয়ালা নামে বছর পঁচিশের এক যুবক তাঁর দিকে এক জোড়া চুড়ি ছুঁড়ে মারেন | সঙ্গে বন্দেমাতরম স্লোগান দিতে থাকেন| যদিও অভিযুক্ত যুবক দর্শকাসনের অনেকটাই পিছনে থাকায়, সেগুলো মঞ্চ পর‌্যন্ত গিয়ে পৌঁছয়নি| সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা এসে কেতনকে ধরে ফেলে| তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে| পুলিশ জানিয়েছে, কেতন কাসওয়ালার বাড়ি আমরেলি জেলার মোতা ভান্ডারিয়া গ্রামে| কী উদ্দেশ্য নিয়ে তিনি এই চুড়ি ছুঁড়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে|
তবে চুড়ি ছোঁড়ার ঘটনায় এতটুকু বিব্রত হননি কেন্দ্রীয় মন্ত্রী | তিনি কাসওয়ালাকে অনুষ্ঠানে অংশ নিতে দেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানান| তিনি ক কাসওয়ালাকে চুড়ি ছুঁড়তে বাধা না দেওয়ারও আর্জি জানান| স্মৃতি বলেন, চুড়িগুলি তিনি ওই ব্যক্তির স্ত্রীর কাছে উপহার হিসেবে পাঠিয়ে দেবেন| সেই সঙ্গে স্মৃতি ইরানি এই ঘটনাকে কংগ্রেসের ভোটের কৌশল বলে মন্তব্য করেছেন|
যদিও, স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, কৃষকদের ঋণ মকুবের দাবি জানাতেই কেতন চুড়ি ছুঁড়েছেন| স্থানীয় কংগ্রেস বিধায়ক পরেশ ধানানির দাবি, কেতন একজন কৃষক| উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ঋণ মকুবের দাবিতেই তাঁর ক্ষোভ ওইভাবে প্রকাশ করেছেন তিনি|
কেতন কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত, একথা মানতে রাজি নয় পুলিশও | আমরেলির পুলিশ সুপার জগদীশ প্যাটেল জানিয়েছেন, অভিযুক্ত বন্দেমাতরম স্লোগান ছাড়া অন্য কোনও শব্দ ব্যবহার করেননি| তিনি আরও জানান, পুলিশ যখন সেখান থেকে কেতনকে সরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয়মন্ত্রী|
এদিকে, এগ্রিকালচারাল ইউনির্ভাসিটি হলে অনুষ্ঠান শুরুর আগে ২০-২৫ জন কংগ্রেস সমর্থককে আটক করে পুলিশ| তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে| সাম্প্রতিককালে এই নিয়ে মোদীর রাজ্যে দ্বিতীয় কোনও কেন্দ্রীয় মন্ত্রী এইভাবে ক্ষোভের মুখে পড়লেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *