BRAKING NEWS

ঔরাঙ্গাবাদে বাতিল নোটে সাড়ে ১০ লক্ষ টাকা উদ্ধার, জল্পনা

ঔরাঙ্গাবাদ, ১২ জুন (হি.স.): মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদে নির্জন এলাকা থেকে উদ্ধার হল প্রায় সাড়ে ১০ লক্ষ টাকার অচল নোট| সোমবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ঔরাঙ্গাবাদের সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিআইডিসিও)-এর এক নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার বাতিল নোট| উদ্ধার হওয়া নোট গুলি পুরনো ৫০০ ও ১০০০ টাকার|
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অচল ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করার সময়সীমা দেওয়া হয়েছিল ২০১৬ সালের ৩০ ডিসেম্বর পর‌্যন্ত| এরপর ২০১৭ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়, ১০টির বেশি বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট রাখলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে| নোট বন্দীর ছয় থেকে সাত মাস কেটে যাওয়ার পরেও পুরনো নোটে সাড়ে ১০ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় শুরু হয়েছে জল্পনা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *