BRAKING NEWS

অবিলম্বে এনইইটি-র ফলপ্রকাশ করতে হবে সিবিএসই-কে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): আগামী ২৬ জুনের মধ্যেই প্রকাশিত হবে সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স বা এনইইটি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট)-এর ফল| কারণ, মাদ্রাজ হাইকোর্টের রায়কে খারিজ করে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবিলম্বে প্রকাশ করা হোক সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স বা এনইইটি -র ফল| শীর্ষ আদালতের এই রায়ের পরেই এনইইটি-র নিয়ামক সংস্থা সিবিএসই জানিয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চলতি মাসের ২৬ তারিখের মধ্যেই তারা ফলপ্রকাশ করবে|
এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য চলতি বছর ১১.৩৮ লক্ষ ছাত্র-ছাত্রীর প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিয়েছিল সিবিএসই| একটি পিটিশনের শুনানিতে গত ২৪ মে সিবিএসই-কে ফলপ্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট| পিটিশনে বলা হয়েছিল, ইংরাজি ও হিন্দি বিষয়ের ১০.৫ লক্ষ পরীক্ষার্থীর প্রশ্নপত্র একই দেওয়া হয়েছিল| ওই প্রশ্নপত্রের সঙ্গে আরও ৮টি ভাষায় যাঁরা পরীক্ষা দিয়েছে, তাদের প্রশ্নপত্রের কোনও মিল নেই| এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিএসই| তারই প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, অবিলম্বে এনইইটি-র ফলপ্রকাশ করতে হবে সিবিএসই-কে| আর তাই ফলপ্রকাশে আর কোনও বাধা রইল না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *