সুকল লাইব্রেরী এসিস্টেন্ট পদে অগ্রাধিকারের দাবীতে শিক্ষামন্ত্রী সকাশে ডিগ্রীধারী বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ লাইব্রেরী সায়েন্সের ডিগ্রিধারীরা সুকল লাইব্রেরী এসিস্টেন্ট পদে নিয়োগের ক্ষেত্রে

শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ লাইব্রেরী সায়েন্সের ডিগ্রীধারীদের৷ ছবি নিজস্ব৷

তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন৷ বুধবার সকালে লাইব্রেরী সায়েন্সের ডিগ্রিধারীরা শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সাথে তাঁর সরকারী বাসভবনে দেখা করে সুকল লাইব্রেরী এসিস্টেন্ট পদে যে ১৫০০ জন নিয়োগ করা হবে, সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে দাবি জানিয়েছেন৷ পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে বলে যে নিয়ম রাখা হয়েছে, সে বিষয়ে তাদের ছাড় দিতে হবে বলেও দাবি জানিয়েছেন৷
তাঁদের বক্তব্য, সুকল লাইব্রেরী এসিস্টেন্ট পদে চাকুরীর ক্ষেত্রে লাইব্রেরী সায়েন্সের ডিগ্রি থাকা জরুরী৷ রাজ্যে বর্তমানে ১২১ জন লাইব্রেরী সায়েন্স ডিগ্রিধারী রয়েছেন৷ নিয়োগ প্রক্রিয়ায় যারা শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে আবেদন করবেন তাদের বিষয়ে লাইব্রেরী সায়েন্স ডিগ্রিধারীদের কোন আপত্তি নেই৷ কিন্তু, এই পদে নিয়োগের ক্ষেত্রে তাদেরকেই অগ্রাধিকার দিতে হবে জোরালো দাবি জানিয়েছেন৷
এদিন শিক্ষামন্ত্রী তাদের এবিষয়ে সুনির্দিষ্ট কোন প্রতিশ্রুতি দেননি৷ শুধু জানিয়েছেন, বিষয়টি তিনি শিক্ষা দপ্তর এবং আইন দপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করবেন৷ এরপরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন৷
শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার পর লাইব্রেরী সায়েন্স ডিগ্রিধারীরা জানিয়েছেন, নিয়মানুযায়ী তারা প্রথমে ঐ পদে চাকুরী পাওয়ার জন্য যোগ্য৷ তবুও রাজ্য সরকার শিক্ষকতার অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকেও ঐ পদে নিয়োগের ক্ষেত্রে সুযোগ দিতে চাইছে৷ তাতে কোন আপত্তি না থাকলেও, কোনভাবেই তাদেরকে বাদ দিয়ে কেবল শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্নদের ঐ পদে নিয়োগ তারা মেনে নেবেন না৷
এখন প্রশ্ণ উঠেছে, নিয়োগ নীতি প্রণয়নের পর লাইব্রেরী সায়েন্সের ডিগ্রিধারীদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আইনের সমস্ত দিক খতিয়ে দেখে নিয়োগ নীতি সংশোধন করা হয়েছে৷ কিন্তু, এখন লাইব্রেরী সায়েন্সের ডিগ্রিধারীরা ঐ পদে চাকুরী পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে৷