BRAKING NEWS

রোজা রাখতে বাধ্য হচ্ছেন অভিযোগ অলিগড়েরঅমুসলিম ছাত্রদের, রিপোর্ট তলব কেন্দ্রের

আলিগ়ড, ১ জুন (হি.স.): প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ না পেয়ে কার‌্যত রোজা রাখতে হচ্ছে অমুসলিম ছাত্রদেরও | এমনই অভিযোগ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বিরুদ্ধে| রমজান মাস চলাকালীন হস্টেলে অমুসলিম ছাত্রদেরও প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজ সরবরাহ করা হচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন জনাকয়েক পড়ুয়া | এবিষয়ে সরব হয়েছে এবিভিপি ও বিজেওয়াইএম| যদিও এএমইউ কর্তৃপক্ষের দাবি, চাইলে খাবার দেওয়া হচ্ছে অমুসলিমদের| এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক |
অমুসলিম ছাত্রদের অভিযোগ, তাঁদের জোর করে উপবাস পালনে বাধ্য করা হচ্ছে | রমজান মাস চলাকালীন হস্টেলে অমুসলিম ছাত্রদেরও প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজ সরবরাহ করা হচ্ছে না | আর এই সময় খাবারের জন্য তাঁরা যদি হোস্টেলের বাইরেও যান, আলিগড় মুসলিম অধু্যষিত এলাকা হওয়ায় রমজানে কোনও খাবারের দোকান খোলা থাকে না| ফলে বেশিরভাগ সময় তাঁদের উপোস করেই কাটাতে হয়| ভারতীয় জনতা যুব মোর্চা বা বিজেওয়াইএম অভিযোগ করেছে, অমুসলিম পড়ুয়াদের প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজ না দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের জোর করে রোজা পালনে বাধ্য করছে|
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে মঙ্গলবার লিখিত অভিযোগ পাওয়ার পর সহ উপাচার‌্য নির্দেশ দিয়েছেন, যে সব পড়ুয়ারা রমজান মাসে উপোস করছেন না, ক্যান্টিন কর্তৃপক্ষকে জানালে তাঁদের মধ্যাহ্নভোজ দেওয়া হবে|
জানা গেছে, এই বিশ্ববিদ্যালত প্রতিষ্ঠার সময় থেকেই রমজান চলাকালীন গোটা দিন হস্টেলের ডাইনিং রুম বন্ধ থাকে| পড়ুয়াদের ভোর হওয়ার আগের খাবার বা সেহরি খেতে দেওয়া হয়, আবার সন্ধেয় দেওয়া হয় ইফতার| অমুসলিম ছাত্ররা এ সময় নিজেরাই নিজেদের খাবারের ব্যবস্থা করেন বলে জানা গিয়েছে| আগেও এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু লিখিতভাবে কিছু হয়নি| এবার এ নিয়ে জনাকয়েক পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় মুখ খোলায় শুরু হয়েছে হইচই|
বিষয়টি জানাজানি হতে নড়েচড়ে বসেছে কেন্দ্রও| কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *