BRAKING NEWS

পুঞ্চ ও রাজৌরিতে পাক সেনার গুলিবর্ষণ, মৃতু্য এক শ্রমিকের

শ্রীনগর, ১ জুন (হি.স.): পুনরায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তবর্তী এলাকা পুনরায় তপ্ত করল পাকিস্তানি সেনা| শত্রুপক্ষকে অবশ্য উচিত জবাব দিয়েছে ভারতীয় সেনা| তবে, দুঃসংবাদ হল পাক সেনাবাহিনীর ছোঁড়া গুলিতে জেনারেল ইঞ্জিনিয়ারিং রিজার্ভ ফোর্স (জিআরইএফ)-এর এক শ্রমিকের মৃতু্য হয়েছে| জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান সহ দুই জন|
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭.২০ মিনিট নাগাদ রাজৌরির নৌশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে আচমকাই গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী| ব্যবহার করা হয় স্বয়ংক্রিয় অস্ত্র, ৮২ এমএম এবং ১২০ এমএম মর্টার| তার কিছুক্ষণ পরেই সকাল ৭.৪০ মিনিট নাগাদ কৃষ্ণা ঘাঁটি সেক্টরে আক্রমণ চালায় পাকিস্তানি সৈন্য| উভয় ক্ষেত্রেই যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা|
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকালে বিনা প্ররোচনায় ভারতীয় সেনার উপর রাজৌরি জেলার নৌশেরা সেক্টর এবং পুঞ্চের কৃষ্ণা ঘাঁটিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানের সেনা| ব্যবহার করা হয় ছোট আগ্নেয়াস্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র এবং মর্টার| আমাদের সেনার তরফে উচিত জবাব দেওয়া হয়েছে| তবে পাক বাহিনীর গুলিতে জিআরইএফ-এর এক শ্রমিকের মৃতু্য হয়েছে| জখম হয়েছেন জিআরইএফ-এর এক গাড়ির চালক| কৃষ্ণঘাঁটি সেক্টরে বিএসএফ-এর এক কনস্টেবল জখম হয়েছেন| তবে তিনি বিপন্মুক্ত|’
অন্যদিকে, বৃহস্পতিবার ভোররাতে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে দুই সন্ত্রাসবাদী| বৃহস্পতিবার ভোররাতে বারামুল্লা জেলার সোপোরে রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি একে-৪৭ রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ১০৭ রাউন্ড তাজা কার্তুজ, দুটি পাউচ ও নগদ ২০০০ টাকা, এছাড়া দুটি রাবার স্ট্যম্প ও গয়না উদ্ধার হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *