নিগমের কর্মীরা শিকেয় তুলেছেন কর্মসংসৃকতি, বিদ্যুৎ যন্ত্রনায় নাজেহাল চড়িলামের গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ মে৷৷ মঙ্গলবার সকাল থেকে চড়িলাম, আড়ালিয়া, ফকিরামুড়া এবং গৌতম কলোনী সমস্ত এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ চরমে উঠেছে৷ লোডশেডিং এর জন্য সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছেন৷ এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য এলাকার জনগণ বহুবার বিশ্রামগঞ্জ স্থিত নিগমের এসডিও এবং ইঞ্জিনীয়ারদের জানিয়েছেন৷ কিন্তু, কোন সুরাহা হয়নি৷ চড়িলাম মধ্যপাড়ায় যদিও থ্রী ফেইজের বিদ্যুৎ সংযোগ রয়েছে৷ তাও লো ভোল্টেজের আলো৷ এই বিষয়ে স্থানীয় জনগণ বিদ্যুৎ নিগমের অফিসে জানিয়েছে৷ কিছু হচ্ছে না উন্নতি৷ বিদ্যুৎ চপলতার দরুন পানীয় জল সরবরাহ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে৷
বর্তমানে চড়িলাম বিদ্যুৎ নিগমের অফিসে চারজন কর্মী রয়েছেন৷ চড়িলামস্থিত নিগম অফিসের কর্মীরা বিকাল পাঁচটার পর যার যার বাড়ি চলে যান৷ যদি কোনও বিদ্যুৎ বিভ্রাট বা দুর্ঘটনা ঘটে তাহলে মুশকিল বেড়ে যাবে৷ অনেক সময় দেখা যায় রাতে যদি কোন কারণে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় তাহলে রাতে আর স্বাভাবিক করা হয় না৷ পরদিনও দশটার পর স্বাভাবিক করার কাজ শুরু হয়৷ তাছাড়া অন্যান্য কল অফিসের মতো চড়িলাম কল অফিসেও জরুরী প্রয়োজনে ফোন করা হলে নিগমের কর্মীরা রিসিভার তুলে রেখে দেন৷ তাতে যোগাযোগ করা সম্ভব হয় না এলাকাবাসীর৷ পরিষেবা শিকেয় তুলে নিগমের কর্মীরা বিল পরিশোধ করার জন্য ঠিকই চাপ দিতে থাকেন৷ একমাস বিল দিতে না পারলেই বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়৷ অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা সংশ্লিষ্ট এলাকাগুলিতে স্বাভাবিক না করা হলে আগামীদিনে এলাকার গ্রাহকরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন বলে হুশিয়ারী দিয়েছেন৷