জম্মু, ১১ মে (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| ৱুধবার রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে ৭-৮টি গ্রামে এলোপাথাড়ি গুলি চালায় পাকিস্তানি সৈন্য| নির্বিচারে পাক সেনাবাহিনী গুলিবর্ষণ করলে মৃতু্য হয় ৩৫ বছর বয়সি এক মহিলার| এই ঘটনায় জখম হয়েছেন ওই মহিলার স্বামীও|
রাজৌরি জেলার ডেপুটি কমিশনার ড. শাহিদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, নৌশেরা সেক্টরের লাম এলাকার একটি বাড়িতে পাকিস্তানি সৈন্যের মর্টার হামলায় প্রাণ হারিয়েছেন আখতার বাঈ (৩৫) নামে এক মহিলা, জখম হয়েছেন তাঁর স্বামী মহম্মদ হানিফ (৪০)|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, ৱুধবার রাত ১০.৪০ মিনিট থেকে নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, ৮২ এমএম এবং ১২০ এমএম মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| ভারতীয় সেনা তত্ক্ষণাত্ পাল্টা গুলিবর্ষণ করে পাক সেনাদের ওপর| দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই|
ৱুধবার রাতে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পরেই সীমান্ত রেখা সংলগ্ন গ্রামগুলিতে স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন| উল্লেখ্য, গত এক মাসের মধ্যে এই নিয়ে ষষ্ঠবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| চলতি মাসে এই নৌশেরাতেই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা এক কিশোর ধরা পড়ে| সীমান্তের কাছাকাছি তাকে ঘোরাঘুরি করতে দেখে ধরে ফেলে জওয়ানরা| ধৃত কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়|