BRAKING NEWS

পুঞ্চে মর্টার হামলা পাক সেনার, পাল্টা জবাব ভারতের

ভারতীয় সেনা

শ্রীনগর, ৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে মর্টার হামলা চালিয়ে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| সোমবার সকাল ৯.৩০ মিনিট থেকে পুঞ্চের দিগওয়ার সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটি ও জনবসতি এলাকা লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার শেলিং শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা| সেনাবাহিনীর মুখপাত্র এম মেহতা জানিয়েছেন, বিনা প্ররোচনায় সোমবার সকাল ৯.৩০ মিনিট থেকে পাকিস্তানের তরফে স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার হামলা চালানো হয়েছে| তবে, এর জবাবে পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরাও|

মার্চ মাসেই বেশ কয়েকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান| এরপর সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে বিএসএফ ও পাক রেঞ্জারদের মধ্যে বৈঠকও হয়| এছাড়াও, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে ডেকে পাঠিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে ভারত| তারপরও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান| রবিবারই পাক রেঞ্জারদের গুলিতে জখম হয়েছেন এক নিরীহ ব্যক্তি| এরপর সোমবার মর্টার হামলা চালায় পাক সেনা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *