নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ এক ফেরার আসামীকে আটক করল কল্যাণপুর থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানাগেছে, পবিত্র দেববর্মা (২৪) নামে এক যুবক রেগার জিআরএস এর অধীনে চাকুরী করতে৷ ২০১৪ সালে সে খোয়াই এলাকার এক মহিলাকে অপহরণ করে ও মহিলা কে নিয়ে পালিয়ে যায়৷ এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয় খোয়াই থানায়৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে আসামী পবিত্র দেববর্মা পলাতক ছিল৷ গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে কল্যাণপুর থানার পুলিশ ফেরার আসামীকে গ্রেফতার করে বলে জানান কল্যাণপুর থানার ওসি রাখাল মিত্র৷
2017-03-30

