BRAKING NEWS

উত্তরপ্রদেশে লাইনচ্যূত দিল্লিগামী মহাকোশল এক্সপ্রেস, আহত ১২ জন

লখনউ, ৩০ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশে লাইনচ্যূত দিল্লিগামী নিজামউদ্দিন মহাকোশল এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি। বুধবার রাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের দুই শহর মোহাবা ও কুলপাহারের কাছে । রেল প্রতিনিধি সূত্রে কেউ জখম হননি বলে জানানো হলেও, এই দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন বলে দাবি প্রত্যক্ষ্যদর্শীদের। তাঁদের মধ্যে ছ’জনকে আশঙ্কাজনক অবস্থায় মাহোবা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিকও ঘটনাস্থলে রয়েছেন। ঝাঁসি, গোয়ালিওর, বান্দা এবং নিজামউদ্দিন স্টেশনে হেল্পলাইন চালু করা হয়েছে।
বুধবার জবলপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল মহাকুশল এক্সপ্রেস। রাত ২টো নাগাদ লখনউ থেকে ২৭০ কিলোমিটার দূরে মাহোবা জেলার কাছে কুলপাহাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি এসি টু টায়ার কোচ সহ মোট ৮টি কামরা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন নর্দার্ন রেলওয়ের জনসংযোগ আধিকারিক মঞ্জর কারার। এখনও অবধি দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। সবকিছু খতিয়ে দেখে খুব শিগগিরই রিপোর্ট দেবেন তাঁরা। যাত্রীদের পরিবারের জন্য ঝাঁসি, গোয়ালিয়র, বান্দা এবং নিজামুদ্দিন স্টেশনে বেশকিছু আপদকালীন ফোন নম্বর চালু করেছে রেল মন্ত্রক। সেগুলি হলো:
ঝাঁসি: ০৫১০১–১০৭২
গোয়ালিয়র: ০৭৫১–১০৭২
বান্দা: ০৫১৯২–১০৭২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *