BRAKING NEWS

বিদেশি যন্ত্রাংশ দিয়ে তৈরি আইনী অনুমোদনহীন টমটম রাস্তায় চলাচল নিষিদ্ধ করল উচ্চ আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ বিদেশি যন্ত্রাংশ দিয়ে তৈরি আইনী অনুমোদনহীন টমটম রাস্তায় চলাচল নিষিদ্ধ করল উচ্চ আদালত৷ মঙ্গলবার উচ্চ আদালতে বিচারপতি শুভাশিস তলাপাত্রের সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছে৷ পাশাপাশি রাজ্য সরকারকে একটি কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে৷
রাস্তায় বেআইনীভাবে টমটম চলছে সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা উচ্চ আদালতে দায়ের করেছিলেন কনিষ্ক সিনহা৷ পিটিশন দাখিলকারীর বক্তব্য, রাস্তায় অধিকাংশ টমটম বেআইনীভাবে চলাচল করছে৷ সেগুলির কোন আইনী অনুমোদন নেই৷ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ দিয়ে তৈরি টমটমগুলি কোন পারমিট নেওয়া হয়নি৷ মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলার শুনানি হলে বিচারপতি শুভাশিস তলাপাত্র জানতে চান অনুমোদনহীন টমটমগুলির বিরুদ্ধে রাজ্য সরকার কোন ব্যবস্থা নিয়েছে কিনা৷ রাজ্য সরকারের পক্ষে আইনজীবী উচ্চ আদালতে জানান, ইতিমধ্যেই টমটম গুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ নাম্বারিং সহ রেজিস্ট্রেশান অনেক টমটমের দেওয়া হয়েছে৷
উচ্চ আদালতের বিচারপতি এদিন রায় দেন যাদের পারমিট দেওয়া হয়েছে তারা রাস্তায় চলতে পারবে৷ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ দিয়ে তৈরি টমটমগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ যারা পারমিট নেয়নি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে৷ রায়ে তিনি বলেন, পারমিট ছাড়া রাস্তায় চলাচল সম্পূর্ণ বেআইনী৷ বেআইনী টমটমগুলিকে চিহ্ণিত করে রাস্তায় চলাচল বন্ধ করতে হবে৷ এদিন তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন একটি টিম গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *