BRAKING NEWS

এবার ঝাড়খণ্ডে নিষিদ্ধ হচ্ছে অবৈধ কসাইখানা

রাঁচি, ২৮ মার্চ (হি.স.) : ঝাড়খণ্ডেও বন্ধ করে দেওয়া হল অবৈধ কসাইখানা| ঝাড়খণ্ড সরকারের তরফে জানানো হয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই কসাইখানাগুলিকে হয় সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে বৈধ ছাড়পত্র নিতে হবে, নতুবা তা বন্ধ করে দিতে হবে| ইতিমধ্যেই যার ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে| রাজ্য সরকারের বক্তব্য, সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রেখে অবৈধ কসাইখানা বন্ধের বিষয়ে সরকার এগিয়ে এসেছে| নিয়ম মেনে কেউ কাজ করলে তাতে সরকারের বিন্দুমাত্র অসুবিধা নেই|
ঝাড়খণ্ডের স্বরাষ্ট্রসচিব এসকেজি রাহাতে প্রতিটি ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, পুরসভা সহ সমস্ত জায়গায় অবিলম্বে এই নিয়ম কার‌্যকর করার নির্দেশ দিয়েছেন| ভারতের ফুড সেফটি ও স্ট্যান্ডার্ড অথোরিটি অব ইন্ডিয়া, যারা সারা দেশে ৬২টি এই ধরনের কসাইখানাকে লাইসেন্স দিয়েছে, তাদের একটিও ঝাড়খণ্ড রাজ্যের নয়|
জানা গিয়েছে, ঝাড়খণ্ডে অবস্থিত সবকটি কসাইখানার একটিও রাজ্যের কাছ থেকে অনুমতি না নিয়েই ব্যবসা খুলে বসেছে| এর মধ্যে কিছু কসাইখানাকে লাইসেন্স দিয়েছে রাঁচি পুরসভা|
তবে এবার রাজ্যে ছাগলের মাংস অথবা মুরগীর মাংস বিক্রি করলে আগে পুরসভা থেকে লাইসেন্স নিতে হবে| আর গোমাংস বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে| কারণ ২০০৪-০৫ সালে ঝাড়খণ্ডে গোমাংস বিক্রি বন্ধ করে সরকার| এই কাজ করতে গিয়ে ধরা পড়লে ১০ বছরের সাজা ও ১০ হাজার টাকার জরিমানার সংস্থান রয়েছে|
রাজ্য সরকারের বক্তব্য, সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রেখে অবৈধ কসাইখানা বন্ধের বিষয়ে সরকার এগিয়ে এসেছে| নিয়ম মেনে কেউ কাজ করলে তাতে সরকারের বিন্দুমাত্র অসুবিধা নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *