আমদাবাদ, ২৬ মার্চ (হি.স.) : ভারতের পাল্টা ভারতীয় মৎস্যজীবীদের আটক করল পাকিস্তান । গুজরাতের কচ্ছ জেলার জাখাউ উপকূলবর্তী অঞ্চল থেকে ১৮টি নৌকা সহ শতাধিক মৎস্যজীবীকে আটক করেছে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ( পিএমএসএ)। প্রসঙ্গত, শুক্রবারই জাখাউ থেকে ৯ পাক মৎস্যজীবীকে আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। একদিন পরেই পাল্টা ভারতীয় মৎস্যজীবীদের আটক করল পাকিস্তান।
ভারতীয় মৎস্যজীবী সংগঠনের এক আধিকারিক জানান, জাখাউ উপকূলের কাছে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া একটি জায়গা থেকে প্রায় ১৮টি নৌকা বাজেয়াপ্ত করেছে পাক নিরাপত্তা বাহিনী। ওই নৌকায় চেপে মাছ ধরতে সমুদ্রে যাচ্ছিলেন প্রায় শতাধিক মৎস্যজীবী। ওই আধিকারিক জানান, বেশ কয়েকজন মৎস্যজীবী পালিয়ে ফেরত চলে এসে খবর দেন।
এই নিয়ে চলতি মার্চ মাসে ২২৫ ভারতীয় মৎস্যজীবীকে আটক করে পাকিস্তান।