BRAKING NEWS

ত্রুটিপূর্ণ ফলাফলের প্রতিবাদে এবার সরব তৃণমূল ছাত্র পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ফলাফল কেলেঙ্কারি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তৃণমূল ছাত্র পরিষদ৷ শুক্রবার পরিষদের কর্মীরা একটি মিছিল করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্যের অফিস ঘেরাও করেন৷ প্রায় ৩০ মিনিট ঘেরাও থাকার পর উপাচার্য পরিষদের নেতৃবৃন্দের সাথে ফলাফল কেলেঙ্কারি নিয়ে আলোচনা করতে রাজি হন৷ এদিন পরিষদের তরফে বিশ্ববিদ্যায়কে আগামী মঙ্গলবারের মধ্যে সমস্ত ফলাফলে ত্রুটি সংশোধনের চুড়ান্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছে৷ আগামী মঙ্গলবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ফলাফল সংশোধন করে প্রকাশ করার জন্য চুড়ান্ত সময় বেঁধে দিয়েছে পরিষদ৷ উপাচার্য জানিয়েছেন, প্রযুক্তিগত ক্রুটির কারণে ফলাফলে নানা অনিয়ম হয়েছে৷ তবে, সমস্ত কিছু সংশোধন করা হবে৷ শীঘ্রই সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে, আশ্বাস দেন উপাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *