BRAKING NEWS

ঢাকায় বিস্ফোরণে হত বোমা বহনকারী

ঢাকা, ২৪ মার্চ৷৷ বোমা বিস্ফোরণে কাঁপল বাংলাদেশ৷ তবে, সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি৷ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় পুলিশ বক্সের সামনে বিস্ফোরণের ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছেন৷ তবে, নিহত ব্যাক্তিই বোমা বহন করছিলেন বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ৷ এক ব্যাক্তি ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটেছে, তাই এই ঘটনাকে জঙ্গি হামলা বলে মানতে নারাজ পুলিশ৷ ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, এই বিস্ফোরণের ঘটনাটি কোন আত্মঘাতি হামলা নয়৷ এক ব্যাক্তি বোমা বহন করে যাওয়ার সময় পুলিশ দেখে অতি সতর্ক হতে গিয়ে বিস্ফোরণটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ বোমাটি ঐ ব্যাক্তি কোমড়ে বাধা ছিল৷ তাই তার কোমড়ের অংশ বিস্ফোরণে ছিন্নবিন্ন হয়েছে৷ তার বয়স আনুমানিক ৩০-৩২ বছর হবে পুলিশ কমিশনার জানিয়েছেন৷ তাঁর দাবি, গোটা দেশেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে৷ তাই, এই বিস্ফোরণের ঘটনায় অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *