BRAKING NEWS

কালো তালিকাভূক্ত কর্মীর নিগ্রহকারী সাংসদ, বাতিল ফেরার টিকিট

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : কর্মীর নিগ্রহকারী শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে ভবিষ্যতে তাদের কোনও বিমানে না

রবীন্দ্র গায়কোয়াড়

তোলার সিদ্ধান্ত ঘোষণা করল এয়ার ইন্ডিয়া | সেই সঙ্গে বাতিল করা হল শনিবার বিকেলের ফেরার টিকিটও| তবে শুধু এয়ার ইন্ডিয়াই নয়, বসার আসন নিয়ে সরকারি বিমান সংস্থার কর্মীকে পা থেকে চটি খুলে মারা শিবসেনা সাংসদ গায়কোয়াড়কে এখন থেকে কোনও বিমানে সওয়ারি হিসাবে নেবে না বলে জানিয়ে দিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স সংগঠনের সদস্য বিমান কোম্পানিগুলিও| তেব এই ঘটনয় বিচলিত নন অভিযুক্ত সাংসদ |
গতকাল পুণে থেকে দিল্লিগামী বিমানে আসন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গায়কোয়াড| বিমানে উঠতে রাজি হচ্ছিলেন না| তাঁর দাবি ছিল বিজেনেস ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও তাঁকে ইকনমিক ক্লাসের সিটে দেওয়া হচ্ছে | অসন্তোষ প্রকাশ করে তিনি এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে সিনিয়র কাউকে ডাকতে বলেন| এই নিয়ে কথাকাটাকাটি হয় ওই বিমানকর্মীর সঙ্গে| এসময় প্রচণ্ড রেগে গিয়ে গায়কোয়াড জুতো খুলে পেটা করেন বিমানকর্মীকে|
এবিষয়ে বিমানসংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, দিল্লিতে বিমান পৌঁছনোর পর, অভিযুক্ত সাংসদ এয়ার ইন্ডিয়ার ডিউটি ম্যানেজারকে প্রায় ২৫ বার জুতো পেটা করেন| এবিষয়ে সংস্থার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনও করা হয়েছে| তাঁরা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে সাংসদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণেরও ভাবনাচিন্তা করছেন বলে জানিয়েছেন| বিমানসংস্থার পক্ষে আরও দাবি করা হয়েছে, ৱুধবারই গায়কোয়াড়ের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছিল, ওই বিমানে সবই ইকোনমি ক্লাস এবং এরপরই ওই বিমানে আসার সিদ্ধান্ত নেন ওই সাংসদ| এরপর দিল্লি বিমানবন্দরে পৌঁছে ওই সাংসদ দাবি করেন, এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে তিনি সেখান থেকে যাবেন না| এরপরই সেখানে গিয়ে সাংসদের কাছে ক্ষমা চান ডিউটি ম্যানেজার এবং বিমান থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন| তখনই ম্যানেজারকে হেনস্থা করে চটি খুলে মারতে শুরু করেন অভিযুক্ত সাংসদ|
এপ্রসঙ্গে ওই সাংসদ বলেন, তিনি যা করেছেন বেশ করেছেন| তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল ওই বিমানকর্মী, তাই তিনি তাঁকে চটি দিয়ে মেরেছেন| গায়কোয়াড়ের দাবি, তিনি বিজনেস ক্লাসের টিকিটের জন্যে টাকা দিয়েছিলেন, কিন্তু তারপরও তাঁকে ইকোনমি ক্লাসে বসতে বাধ্য করা হয়| এই ঘটনা তাঁর সঙ্গে এনিয়ে প্রথমবার ঘটল না বলেও দাবি করেন ওই সাংসদ| এর আগে তিনি এধরনের ঘটনার জন্যে একাধিকবার অভিযোগ জানিয়েও, কোনও লাভ হয়নি| তাই এবার তাঁর মাথা গরম হয়ে যায়, এবং তিনি ওই বিমানসংস্থার কর্মীকে মেরে দেন|
এদিকে সুকুমার নামে যে এয়ার ইন্ডিয়া কর্মী নিগৃহীত হয়েছেন, তিনি ঘটনা সম্পর্কে জানিয়েছেন, আমি ওই সাংসদকে শুধু অনুরোধ করেছিলাম বিমান থেকে নেমে দাঁড়াতে, কারণ সাফাইকর্মীরা তাঁদের কাজ করছিলেন| তিনি বলেছেন, সাংসদ তাঁর চশমা ভেঙে দিয়েছেন, সব বিমান কর্মীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তাঁকে| যদি এই সাংসদদের ব্যবহার ও সংস্কৃতি হয়, তাহলে ঈশ্বর আমাদের দেশকে রক্ষা করুন, মন্তব্য করেছেন তিনি|
এই ঘটনায় অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের হয়েছে| এবিষয়ে কর্মীমহলে ব্যাপক অসন্তোষ ধূমায়িত হচ্ছে আঁচ করে আজ বিকাল ৪টায় তাঁর দিল্লি থেকে পুণেতে ফেরার এআই ৮৪৯ ফ্লাইটের ৱুক করা রিটার্ন টিকিটও বাতিল করেছে তারা| ফেরার টিকিট বাতিল করে শিবসেনা সাংসদকে কালো তালিকাভুক্ত করল এয়ার ইন্ডিয়া সহ সহ পাঁচ বিমান সংস্থা| এর ফলে এবার থেকে এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ, স্পাইসজেট, গো এয়ার ও ইন্ডিগো-র বিমানে উঠতে পারবেন না অভিযুক্ত সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়|
তবে এই ঘটনায় কোনওভাবেই বিচলিত নন অভিযুক্ত সাংসদ | তিনি বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই | এয়ার ইন্ডিয়ার কর্মী আগে ক্ষমা চাক | তারপর ভাববো | অামায় কেউ আটকাতে পারবে না| আমার কাছে বিমানের টিকিট রয়েছে | রবীন্দ্র গায়কোয়াড় ওই বিমান কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন| তবে এধরনের কাজ সমর্থন করা হবে না বলে স্পষ্ট জানিয়ে, রবীন্দ্র গায়কোয়াড়কে ঘটনার জন্য জবাবদিহি চেয়েছে শিবসেনা |
অসামরিক বিমাণ পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এই ধরনের ব্যবহার বরদাস্ত করা হবে না | অন্যদিকে, কর্মীকে জুতোপেটা-এর ঘটনায় তীব্র নিন্দা করেছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন | তিনি বলেন, এই ব্যবহার কাম্য নয় | একজন সাংসদকে অনেক বেশি সংযত হতে হয় |
বিজেপি অবশ্য গতকালই ঘটনার নিন্দা করেছে| সেই সেঙ্গ বিমানকর্মীকেও সংযত থাকা উচিত ছিল বলে জানিয়েছেন বিজেপি নেত্রী সাইনা এনসি| এনসিপি নেতা নবাব মল্লিক গায়কোয়াডকে সংসদ থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *