BRAKING NEWS

প্রশাসনিক সুবিধা নিতে গিয়ে চরম হয়রানির শিকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ মার্চ৷৷ উত্তর জেলার চুড়াইবাড়ির বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে৷ খুব ঘটা করে  গতকাল সন্ধ্যাবেবলা মাইকযোগে প্রচার করা হয় ধর্মনগর মহকুমা শাসকের আদেশ অনুসারে আজ বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হবে৷ এই প্রশাসনিক শিবিরে ইনকাম সার্টিফিকেট, পিআরটিসি, ওবিসি ও এসসি সার্র্টিফিকেট প্রদান করা হয়৷ তথাপি চুড়াইবাড়ি এলাকার বাঘন, কূর্তি, প্রেমতলা, ফুলবাড়ি কদমতলা এলাকার সুকল পড়ুয়া থেকে বৃদ্ধারা পর্যন্ত লাইনে বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার আশায়৷ কিন্তু প্রায় ৮০ শতাংশ জনগণ নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে৷ কারণ একটাই কদমতলা আর ডি ব্লকের বিডিও বৈজয়ন্ত দাসের সিগনেচার ছাড়া সে কাগজ জমা নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর৷  এদিকে, চুড়াইবাড়ি এলাকার জনগণের অভিযোগ যদি প্রশাসন এমন একটি প্রশাসনিক কাজ করছে তাহলে কিছুদিন পূর্বে তা জানানো উচিত ছিল এবং যেহেতু এটা প্রশাসনিক শিবির তাহলে  প্রশাসনের সকল আধিকারিক থাকা দরকার৷ তবে সকলের অভিযোগ আঙুল বিডিও’র দিকে৷ অপরদিকে এসডিএম প্রদীপ আচার্য জানান কদমতলা ব্লকের বিডিও  বাবুর একটি জরুরি মিটিং পরাতে তিনি  আসতে পারেননি৷ তবে ১৫ দিনের ভেতর পুনরায় এই এলাকায় প্রশাসনিক শিবির করা হবে৷ এসডিএম বাবু আরো বলেন, ডিএম অফিসের সকল কর্মচারী রয়েছেন তহশিলের লোক ও গ্রেজেটেড  অফিসাররা রয়েছেন৷ কিন্তু বিডিও না থাকায় জনগণের সমস্যা তৈরি হয়েছে৷ পাশাপাশি  নানা মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে সব কিছু ঠিকঠাক না করে সকল প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা না বলে কেন ধর্মনগর মহকুমা প্রশাসন এমন যুক্তিহীন কান্ড ঘটাল৷ কেন সাধারণ দিনমজুর  মানুষকে দিয়ে পুতুল নাচ করল? তার দায়ভার কে নেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *