BRAKING NEWS

পরীক্ষা পদ্ধতি পরিবর্তন আনছে সিবিএসই

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : পরীক্ষা পদ্ধতি পরিবর্তন আনতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)| এবার শুধু পড়াশুনা নয়, পড়ুয়াদের শৃঙ্খলাবোধ মূল্যায়ন করবে সিবিএসই বোর্ড| ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর‌্যন্ত এই অভিন্ন মূল্যায়ন পদ্ধতি চালু করছে এই বোর্ড| অর্থাত্, ষষ্ঠ থেকে নবম পর‌্যন্ত সব ক্লাসেই চালু থাকবে একই রকম পরীক্ষা পদ্ধতি | আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি বাধ্যতামূলক করতে বলা হয়েছে| যাতে ২০১৮ দশম শ্রেণির বোর্ড এক্সামের সঙ্গে এই নতুন শিক্ষাপদ্ধতি সংযুক্ত করা হবে বলে জানানো হয়েছে | সিবিএসই বোর্ডের তরফে এই নির্দেশিকা জারি করে এই বিষয়টি জানানো হয়েছে|
বিভিন্ন স্কুলে মূল্যায়নে ফারাক হওয়ায় তৈরি হয়েছে সমস্যা | তার জেরেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড| এবার থেকে সিবিএসই বোর্ডের সমস্ত স্কুলে নির্দিষ্ট চিহ্ন (লোগো) লাগানো একই রিপোর্ট কার্ড বা রেজাল্ট দেওয়া হবে| স্কুলগুলিকে ইতিমধ্যে পাঠানো এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে |
নির্দেশিকাতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের মূল্যায়নে জোর দেওয়া হবে | ক্লাসে উপস্থিতি, তত্পরতা, আচরণ, মূল্যবোধ, স্বাস্থ্য সচেতনতার মূল্যায়ন হবে| স্কুলের নিয়মকানুন, সমাজ ও জাতির প্রতি পড়ুয়ার শ্রদ্ধা নিয়েও মূল্যায়ন হবে| এত দিন বোর্ডের ৬০ শতাংশ মূল্যায়ন হত লিখিত পরীক্ষার ভিত্তিতে | বাকি ৪০ শতাংশ প্রজেক্টের মাধ্যমে মূল্যায়ন করা হত| বোর্ডের নয়া গাইডলাইন অনুসারে, বছরে দুবার ৮০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমেই ৯০ শতাংশ মূল্যায়ন করা হবে | বাকি ২০ নম্বরের মধ্যে ১০ নম্বর নির্ভর করবে পড়ুয়ার উপস্থিতি ও আচরণের উপর |
বর্তমানে সিবিএই বোর্ডের স্কুল গুলিতে নানান ধরণের পরীক্ষা পদ্ধতি চালু রয়েছে| এতে কোনও ছাত্র-ছাত্রীকে এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়| বর্তমানে এই বোর্ডের অধীন মোট ১৯৬৮৮টি স্কুল রয়েছে| যেটা ১৯৬২ সালে মাত্র ৩০৯টি স্কুলকে নিয়ে শুরু হয়েছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *