BRAKING NEWS

আদালতের বাইরেই নিষ্পত্তি হোক রামমন্দির সমস্যা, পরামর্শ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): প্রায় ৬ বছর ধরে ঝুলে রয়েছে রামমন্দির-বাবরি মসজিদ সমস্যাটি| অত্যন্ত সংবেদনশীল এই ইসু্যটি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট| মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ‘এটি খুব স্পর্শকাতর বিষয়| ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে| দুই পক্ষ আলোচনায় বসে সমাধানসূত্র বের করার চেষ্টা করুন| এটা আদালতের বাইরে নিষ্পত্তি হওয়াই ভালো| একান্তই যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তখনই আদালত হস্তক্ষেপ করতে পারে|’ এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ৩১ মার্চ, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত|
মামলাটির শুনানি চলাকালীন বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামী জানিয়েছেন, ‘আলোচনার মাধ্যমে সমাধানসূত্র পাওয়া খুব কঠিন| ৬ বছর ধরে মামলাটি ঝুলে রয়েছে| দুই পক্ষকে আলোচনার টেবিলে টেনে আনা অত্যন্ত কঠিন ব্যাপার| একমাত্র আদালতের হস্তক্ষেপেই সমাধান বেরিয়ে আসতে পারে|’ উল্লেখ্য, মঙ্গলবার বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামী ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের মামলার দ্রুত শুনানির আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে| ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *