BRAKING NEWS

নারদ মামলা : কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল

কলকাতা ও নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): নারদ স্টিং অপারেশনের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট| উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও তৃণমূল কংগ্রেস| সোমবার সর্বোচ্চ আদলতে সিবিআই তদন্তের নির্দেশ রদ করার আবেদন পত্র দাখিল করেন পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল নেতাদের আইনজীবীরা|
গত শুক্রবার অর্থাত্ ১৭ মার্চ কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার| পুলিশের ভূমিকার নিন্দা করে নারদ স্টিং অপারেশন কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতির তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ| কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তৃণমূল ও রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে| সেই মতো সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও তৃণমূল কংগ্রেস|
এদিকে, সুপ্রিম কোর্ট যাতে একতরফা কোনও নির্দেশ না দেয়, তার জন্য নারদ কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে যাঁরা মূল জনস্বার্থ মামলা করেছিলেন, তাঁরা ক্যাভিয়েট দায়ের করেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *