মুরলী বিজয়ের সেঞ্চুরি হাতছাড়া হল

রাঁচি, ১৮ মার্চ (হি.স.) : চোট সারিয়ে নিজেকে প্রমাণ করলেন ভারতীয় ওপেনার মুরলী বিজয়| চোট পেয়ে বেঙ্গালুরু টেস্টে খেলতে পারেননি তিনি| কিন্ত রাঁচি টেস্টের তৃতীয় দিনে চেনা ফর্মেই দেখা গেল ভারতীয় দলের এই বিশ্বস্ত টেস্ট ওপেনারকে| যদিও এদিন তঁার হাতছাড়া হয় সেঞ্চুরি| লাঞ্চের আগে ওকিফের বলে স্টিভ ওকিফের বলে ৮২ রানে আউট হয়ে ফিরে যান বিজয়| টেস্টে বিজয়ের এটি ১৫তম অর্ধশতরান| লাঞ্চ পর্যন্ত ভারতের রান ২ উইকেটে ১৯৩| চেতেশ্বর পূজারা ৪০ রানে অপরাজিত| বিরাট কোহলি অপরাজিত ৩ রানে|

রাঁচি টেস্টের তৃতীয় দিনের শুরুটা ধীরে চলো নীতিতে এগিয়েছে ভারত| শুক্রবার দলের ৯১ রানের মাথায় দলের প্রথম উইকেট পড়ে| আউট হয়েছিলেন কে এল রাহুল (৬৭)| এরপর থেকে দ্বিতীয় উইকেট জুটিতে ভাল খেলে| যদিও আঁটোসাঁট বোলিংও করে অস্ট্রেলিয়া|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *