BRAKING NEWS

হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য, নারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

কলকাতা, ১৭ মার্চ (হি.স.): কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার| শুক্রবার কলকাতা পুলিশের ভূমিকার নিন্দা করে নারদা স্টিং অপারেশন কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতির তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ| একইসঙ্গে সিবিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে নারদা মামলা সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করতে হবে| আর ৭২ ঘন্টার মধ্যে প্রাথমিক তদন্ত সম্পূর্ণ করে তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমাও দিতে হবে|
শুক্রবার নারদা স্টিং অপারেশন নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার রায় ঘোষণা করা হয়| আদালতের তরফে জানানো হয়, ‘এই ঘটনা রাজ্যের মানুষের আস্থা নাড়িয়ে দিয়েছে| মামলার তদন্তে রাজ্য সরকারের হাতের পুতুলের মতো কাজ করেছে পুলিশ| তাদের ভূমিকা দুর্ভাগ্যজনক| সরকার কীভাবে এদের সমর্থণ করছে, তা ভেবে অবাক হচ্ছি| সিবিআই-কে অবিলম্বে এই ঘটনার তদন্তের নির্দেশ দিচ্ছি|’ আদালত আরও জানিয়েছে, নারদা স্টিং অপারেশনের যে ৭৬টি ভিডিও ফুটেজ আদালতে জমা দেওয়া হয়েছিল, তার মধ্যে ৪৭টি ফুটেজ খুলতে পেরেছে ফরেন্সিক দল এবং দেখা গিয়েছে সেই ভিডিওগুলি ভুয়ো নয়| যেখানে পরিষ্কার দেখা গিয়েছে, অভিযুক্তরা টাকা গ্রহণ করছেন| এটা গুরুতর অপরাধ|
উল্লেখ্য, নারদা স্টিং অপারেশনের ফুটেজে আইপিএস অফিসার মির্জাকে টাকা নিতে দেখা গিয়েছে| তাঁকে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্য রাজ্য সরকারকে নির্দেশে কলকাতা হাইকোর্ট| প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই প্রকাশ্যে আসে নারদা স্টিং অপারেশনের ভিডিও| ভিডিও-তে পরিষ্কার দেখা যায়, শাসক দলের বেশ কিছু নেতা-মন্ত্রী টাকা নিচ্ছেন| সেই ঘটনা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়| শুক্রবার সেই মামলারই রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *