BRAKING NEWS

বিজেপি- তৃণমূল সংঘর্ষে তদন্ত প্রক্রিয়া শুরু, প্রাথমিক ভাবে চিহ্ণিত ১৩ জন

আগরতলা, ১৬ মার্চ(হিঃস)৷৷ কয়েকদিন শান্ত থাকার পর ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আবার চরমে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে৷ পশ্চিম জেলার সূত্রে জানা গিয়েছে গত ১৩ ই মার্চ রাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষে যুক্ত ও ঘটনায় প্ররোচনার দায়ে প্রাথমিক ভাবে পুলিশ ১৩ জনকে চিহ্ণিত করেছে৷ ইতিমধ্যে পুলিশ পশ্চিম আগরতলায় থানায় ১৩ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ৷
জেলাপুলিশের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছেন যেহেতু এটি রাজনৈতিক সংঘর্ষ তাই পুলিশ অন্যান্য আর ৫টি গোষ্ঠী সংঘর্ষের মত এর মোকাবেলা করতে চাইছে না৷ পুলিশ ১৩ জন কে চিহ্ণিত করলেও তাদের বাড়ি থেকে তুলে এনে গ্রেফতার করা হবে না৷ পুলিশের উপরের মহলের সিদ্ধান্ত ক্রমে আপাতত চিহ্ণিত ১৩ জন কে কারণ দর্শনের নোটিশ দেওয়া হবে৷ থানায় এসে তাদের জবাবদিহি করতে হবে৷ পুলিশের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত প্রক্রিয়া পরিচালনা দায়িত্বে থাকবেন খোদ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি৷ পুলিশি জবাবদিহির জন্য যারা থানায় আসবেন না তাদের গ্রেফতার করা হবে৷ পুলিশ সূত্রে জানা গেছে চিহ্ণিতদের মধ্যে বিজেপি এবং তৃণমূল উভয় গোষ্ঠীরই নেতা কর্মী রয়েছে৷ এইদিকে জানাগেছে রাজ্য প্রশাসন থেকে পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেক-কে ঘটনার একটি পৃথক তদন্তের নির্দেস দিয়েছেন৷ ম্যাজিষ্ট্রেট পর্যায়ের এই তদন্তের রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাগেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *