BRAKING NEWS

বিশ্ব উপভোক্তা দিবসে গ্রাহক ও ক্রেতা সাধারণকে লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গ্রহণে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ মার্চ।। লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গ্রহণে উৎসাহী হয়ে ওঠার জন্য দেশের গ্রাহক ও ক্রেতা সাধারণকে বিশ্ব উপভোক্তা দিবসে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“বিশ্ব উপভোক্তা দিবসে আমি সম্মান জানাই সেই সমস্ত ক্রেতা সাধারণকে যাঁদের ক্রয় ক্ষমতার ওপর নির্ভর করে রয়েছে দেশের সার্বিক অর্থনীতি।

গ্রাহক ও ক্রেতা সাধারণের অধিকার সুরক্ষায় এবং তাঁদের অভিযোগ নিরসনে বেশ কিছু উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

বিশ্ব উপভোক্তা দিবসে আমি ক্রেতা সাধারণের কাছে আর্জি জানাব লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির আশ্রয় গ্রহণের জন্য। এইভাবেই দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে আন্দোলনে তাঁরা হয়ে উঠতে পারেন আমাদের শরিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *