BRAKING NEWS

গোয়ায় সরকার গড়ছে বিজেপি-ই, আস্থা ভোটে শক্তি প্রমাণ করতে হবে পারিক্করকে

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): গোয়ায় সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি-ই| সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গোয়ায় বিজেপি-র নেতৃত্বে জোট সরকারের শপথগ্রহণ আটকাতেই পারল না কংগ্রেস| উল্টে শীর্ষ আদালতের বেশ কিছু প্রশ্নে মুখে পড়তে হল সোনিয়া গান্ধীর দলকে| আপাতত গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পারিক্করের শপথ নেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না| তবে, আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় আস্থা ভোটে তাঁকে তাঁর শক্তি প্রমাণ করতে হবে| কংগ্রেসের পিটিশনের প্রেক্ষিতে মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট|
শীর্ষ আদালতে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, গত রবিবার থেকে চেষ্টা করেও রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্ করতে পারেননি তাঁরা| যদিও শুনানি শেষে সর্বোচ্চ আদালত মনোহর পারিক্করের শপথ গ্রহণের উপরে কোনও স্থগিতাদেশ দেয়নি| শীর্ষ আদালত শুধু নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব গোয়ায় আস্থাভোটের ব্যবস্থা করতে হবে|
গোয়ায় কারা সরকার গড়বে, তা নিয়ে জ্বল্পনা চলছিলই| এরই মধ্যে রাজ্যপাল মৃদুলা সিনহা বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোয় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিল কংগ্রেস| পিটিশনে কংগ্রেস দাবি করে, বিজেপিকে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল| এটা বেআইনি ও অগণতান্ত্রিক| মনোহর পারিক্করের শপথগ্রহণ বন্ধ করারও আর্জি জানায় কংগ্রেস| মঙ্গলবার সেই পিটিশনের শুনানিতে মনোহর পারিক্করের শপথগ্রহণ বন্ধ করার দাবি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত| কংগ্রেসকে সর্বোচ্চ আদালত এদিন প্রশ্ন করে, বিজেপি ১৩টি আসনে জিতলেও মনোহর পারিক্করের কাছে ২১ জন বিধায়কের সমর্থণ রয়েছে| পারিক্করের দাবি খারিজ করে দেওয়ার মতো কোনও প্রমাণ কি আপনাদের কাছে রয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *