BRAKING NEWS

উত্তরপ্রদেশ ও উত্তরাখান্ডে শোচনীয় পরাজয়ে দলীয় নেতৃত্বের রদবদল দাবি রাহুলের

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : হারের থেকে শিক্ষা নিয়ে আগামীদিনে রাজনীতির ময়দানে নতুন করে নামতে চান কংগ্রেসের ‘যুবরাজ’ রাহুল গান্ধী| উত্তরপ্রদেশ ও উত্তরাখান্ডে শোচনীয় পরাজয়ের পর এবার প্রকাশ্যেই দলে নেতৃত্বের বদল করার বিষয়ে সওয়াল করলেন| পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতে কংগ্রেস ভাল ফল করলেও মার্জিন বেশি না থাকায় বেশ চিন্তিত দলের সহসভাপতি| গোয়ায় সরকার গঠনের বিষয়ে তত্পরতা না থাকায় কংগ্রেস নেতা তথা দলের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের পর‌্যবেক্ষক দিগ্বিজয় সিং আগে থেকেই দলের কর্মীদের দুষেছেন| এবার সুর চড়ালেন দলের সহসভাপতিই| দলের খামতি রয়েছে বলে পরোক্ষেভাবে স্বীকার করে নিলেন রাহুল| তবে মণিপুর ও গোয়ায় বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনার অভিযোগ করতে ছাড়েননি| তবে গোয়া দখলে তারাও যে কোমর বেঁধে লড়াইয়ে নেমে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল| মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় অবশ্য কংগ্রেসের পক্ষে না থাকলেও আস্থা ভোটের ঘুঁটি সাজাতে এখন মরিয়া কংগ্রেস|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *