BRAKING NEWS

উত্তরপ্রদেশের দায়িত্বে কে, ঠিক হচ্ছে আজই

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): উত্তরপ্রদেশে প্রশাসনের দায়িত্বে কে তা ঠিক হচ্ছে আজই । উত্তরপ্রদেশের দায়িত্ব কার কাঁধে তুলে দেওয়া হবে তা ঠিক করতে বরিবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিজেপির সংসদীয় বোর্ড। তার আগে আজ সকালে অমিত শাহর বাসভবনে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বেঙ্কাইয়া নাইডু, রাম লাল, মনোজ তিওয়ারি, বিজয় গয়াল, শ্যাম জাজু ও রমেশ ভিদুরি।
অখিলেশ-রাহুল জুটিকে ধরাশায়ী করে উত্তরপ্রদেশে এককভাবে উঠে এসেছে বিজেপি । এবার উত্তরপ্রদেশে সরকার গঠনের পালা। শনিবারই দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়েছিলেন, যোগ্যতা ও সার্বিক গুণাগুণ দেখেই মুখ্যমন্ত্রী বাছা হবে। তিনি আরও জানান, ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বর্ধনা দেওয়া হবে।
বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে বেশ কিছু নাম উঠে এসেছে এরা হলেন রাজনাথ সিং, মনোজ সিং, যোগী আদিত্যনাথ, কেশব প্রসাদ মৌর্য, শ্রীকান্ত শর্মা এবং সিদ্ধার্থনাথ সিং ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *