BRAKING NEWS

আরবিআই-এর ক্লিন নোট পলিসি, নতুন নোটে রং লাগলেই ফেরত

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : ক্লিন নোট পলিসি শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক| সেই অনুযায়ী, ৫০০ এবং ২০০০-এর নতুন নোটে যদি কোনওভাবে রঙের আঁচড় লাগে, তাহলে কোনও ব্যাঙ্ক আর সেগুলি জমা নেবে না | একমাত্র রিজার্ভ ব্যাংকে গিয়েই আপনাকে সেই নোট জমা দিতে হবে|

নোট বাতিলের আগে পর‌্যন্ত যদি কখনও নোটে রং লাগত বা কালি কিম্বা সই করা থাকত সেখানে, তাহলে সেগুলি ব্যাঙ্কে জমা করায় কোনও বাধা ছিল না | কিন্তু, এবারে সেই নিয়ম বন্ধ হচ্ছে| আরবিআই-এর ক্লিন নোট পলিসি অনুযায়ী, ৫০০ এবং ২০০০-এর নতুন নোটে কোনওরকম দাগ লাগলেই, তা বাতিল করে দেওয়া হবে| কোনও ব্যাঙ্কেই জমা করা যাবে না ওই নোট | তাই এবার সাবধান, কোনওক্রমে যদি নোটে রং বা কালি লাগিয়ে ফেলেন, তাহলেই বিপদ | ব্যাঙ্ক কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে| আর সেই নোটে জমা দিতে আপনাকে আরবিআই পর‌্যন্ত যেতে হবে | ১৯৯৯ সালে রিজার্ভ ব্যাঙ্কের নেওয়া ক্লিন নোট প্রকল্প অনুযায়ীই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *